শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ - ১২:৪৫
ইরানে ইসরায়েলি গুপ্তচর আকিল কেশাভার্জের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত আকিল কেশাভার্জের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি কার্যকর করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত কেশাভার্জের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টে বহাল থাকে। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকর করা হয়।

মামলার নথি অনুযায়ী, আকিল কেশাভার্জ ইসরায়েলের স্বার্থে গুপ্তচরবৃত্তি, তেল আবিব সরকারের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা এবং ইরানের ভেতরে সামরিক ও নিরাপত্তা সংবেদনশীল স্থাপনায় নজরদারি ও ভিডিও ধারণে জড়িত ছিলেন।

বিচারিক নথিতে আরও বলা হয়, কেশাভার্জ সাইবার মাধ্যম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তার সহযোগিতাকালীন সময়ে তিনি ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ বজায় রাখতেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha